
বান্দরবানের ট্রাকের ধাক্কায় বাংলাদেশ অাইডল কন্ঠ শিল্পী পঙ্কজ দাশ (২৯) গুরুতর অাহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে।
পঙ্কজের বন্ধু এন জাকির বলেন, পর্যটন স্পট শৈল প্রপাত থেকে মটর সাইকেলযোগে ফেরারপথে চিম্বুক সড়কের মিলনছড়ি এলাকায় একটি ট্রাক তার গাড়ীকে চাপা দেয়। এসময় বাংলাদেশ অাইডল কন্ঠশিল্পী পঙ্কজ দাশ (২৯) গুরুতর অাহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে অাহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, ট্রাকের ধাক্কায় কন্ঠশিল্পী পঙ্কজ গুরুতর অাহত হয়েছে। তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।