
তিন পার্বত্য জেলাকে বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব না। বাংলাদেশ যাচ্ছে ১০০ কিলোমিটার গতিতে আমার যাচ্ছি ১০ কিলোমিটার গতিতে। তেমনি তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান যাচ্ছে ১০০ কিলোমিটার গতিতে আর আমরা যাচ্ছি ৩০-৪০ কিলোমিটার গতিতে। সুতরাং আমাদেরও সমান গতিতে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। শনিবার সকালে পর্যটন হলিডে কমপ্লেক্স সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই ও দায়িত্বশীল পর্যটন উন্নয়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন তিনি।
সেমিনার তিনি আরো বলেন, আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আমরা যদি দেশটাকে ভালোবাসি আমরা যদি এই এলাকাটিকে ভালোবাসি, আমরা যদি জাতিকে ভালোবাসি। তাহলে সবকিছু ভুলে কাজ করতে হবে। পাহাড়ে এখন কি হচ্ছে? ভ্রাতৃঘাতি সংঘাত ছাড়া। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। সময় হয়েছে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীব বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তিন পার্বত্য এলাকায় নিয়ে গোটা বিশে^ কাছে উন্নয়ন রোল মডেল হিসেবে তুলে ধরতে হলে অবশ্যই পর্যটন খাতে উন্নয়ন করতে হবে। সেই ক্ষেত্রে স্থানীয়দের কৃষ্টি কালচার অক্ষুন্ন রেখে পার্বত্য চুত্তির আলোকে পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রস্তাবনা তুলে ধরা হয়।