কিছুই বদলায়নি,শীর্ষ দুই পদের কোনটিতেই আসেনি পরিবর্তন,বহিষ্কৃত দুই নেতা প্রসন্ন কিংবা মুজিব অথবা তাদের অনুসারিরা ন্যুনতম প্রতিরোধের বা পরিবর্তনের চেষ্টাও করতে পারেননি। ফলে যা হবার তাই ! ছোট্ট পাহাড়ী জেলা বান্দরবানে তাই আরো দীর্ঘায়িত হলো পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দুই নেতার নতুন পথচলা। যাদের একজন ক্যশৈহ্লা টানা দ্বিতীয় মেয়াদে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছেন এবং অন্যজন ইসলাম বেবি বান্দরবান পৌরসভার মেয়র হিসেবে প্রথম মেয়াদের দায়িত্ব পালন করছেন।
২০১২ সালের অক্টোবরে বান্দরবান জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৪ সালে জেলা আওয়ামীলীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা’কে সংগঠনের পদ থেকে বহিস্কার করে ক্যশৈহ্লা’কে সভাপতি এবং কাজী মুজিবর রহমান’কে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ সালের ২৩ জুলাই জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান সংগঠনের পদ থেকে বহিস্কার করে সিনিয়রিটি বিবেচনায় আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল কমিটির সহ-সভাপতি ইসলাম বেবী’কে। দীর্ঘ ছয় বছর পর সোমবার অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের দুজন’কেই আগামী তিন বছরের জন্য আবারো নেতৃত্বে রেখেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পুনরায় দায়িত্ব দেয়া হলো।
প্রার্থীদের ঐক্যমতের ভিত্তিতে ১৫৬ জন কাউন্সিলয়ের মতামতে দ্বিতীয়বারের মত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে সভাপতি এবং বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার বিকালে বান্দরবানের অরুন সার্কি টাউন হল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি আগামী তিন বছরের জন্য এদের দুজন’কে জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা দেন।
এদিকে এর আগে স্থানীয় রাজারমাঠে সকালে সম্মেলন অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্ধোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এনামুল হক শামীম এমপি, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়য়া, জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শফিকুর রহমান, পৌরসভার মেয়র ইসলাম বেবী প্রমুখ। এদিকে সম্মেলনে অংশ নিতে বান্দরবানের সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং তেত্রিশটি ইউনিয়ন থেকে হাজার হাজার আওয়ামীলীগের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় সমাবেশস্থল রাজারমাঠে। সম্মেলনস্থল পরিনত হয় আওয়ামীলীগ পরিবারের মিলন মেলায়।