নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সাংগ্রাই উৎসব জলখেলীতে মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। শুক্রবার বিকালে বান্দরবানের স্থানীয় সাঙ্গু নদীর চড়ে আয়োজন করা হয়েছিল জলখেলী উৎসবের।
সাংগ্রাই উৎসব আয়োজন কমিটির উদ্যোগে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জলখেলী বা মৈত্রী পানি বর্ষণ খেলায় মেতে উঠে। এছাড়াও সাঙ্গু নদীর চড়ে জলখেলীতে মেতে উঠেছিল শিশু-কিশোররাও। অপরদিকে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয়দিন সাঙ্গু নদীর চড়ে ধর্মীয়ভাবে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে মিলিত হয় পাহাড়ের মারমা সম্প্রদায়। অংশ নেয় বৌদ্ধ ধর্মালম্বীরা বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষেরা। কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষু, শ্রমণ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষেরা খালি পায়ে হেঁটে সাঙ্গু নদী চড়ে মিলিত হবে বুদ্ধমূর্তির স্নান অনুষ্ঠানে। কষ্টিপাথরের কয়েকশ বছরের পুরনোয় বুদ্ধমূর্তিতে পবিত্র জল ঢালা হবে পূর্ণের আশায়। সবশেষে বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে।
উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শৈটিং মারমা জানান, জলখেলী উৎসবের মাধ্যমে তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসবের মূল অনুষ্ঠানমালা শেষ হলেও পাহাড়ি পল্লীগুলোতে উৎসব চলবে আরও কয়েকদিন। বর্ষবরণ এবং বর্ষবিদায় অনুষ্ঠানকে মারমা সম্প্রদায় প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই নামে পালন করে আসছে বহুবছর ধরে।