বান্দরবান প্রতিনিধি
নড়াইলে মন্দির ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবানের সনাতনী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার সনাতন হিন্দু ধর্মাবলম্বীর নারী-পুরুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উপদেষ্টা দিলীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।
মানববন্ধনে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ বলেন, সম্প্রতি নড়াইলসহ দেশব্যাপী সনাতনী সমাজের বাড়ি-মন্দির ভাঙচুর এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনায় দায়ী দোষীদের খোজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি বলেন,
কোনো ঘটনা ঘটে থাকলে তার সঠিক প্রমান ছাড়া বিচ্ছিন্ন কোনো এক ব্যক্তির জন্য পুরো সনাতন সমাজকে দায়ী করে সনাতনী সমাজের বাড়ি-মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা কোনমতেই কারো কাম্য নয়। সনাতনী সমাজের নিরাপত্তা বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।
প্রসঙ্গত,সম্প্রতি নড়াইলে ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানান কর্মসূচী।
এইমাত্র প্রকাশিতঃ
- প্রথমদিনেই মাছের সাইজে হতাশ ব্যবসায়ীরা
- পঁচাত্তরের ষড়যন্ত্রকারীদেরকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না: লংগদুতে দীপংকর
- কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রয় শুরু
- কাপ্তাইয়ে প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু
- বিএনপি-জামায়াত আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে: মানিকছড়িতে কুজেন্দ্র
- রামগড় চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
- নানা আয়োজনে জাতির পিতাকে স্মরণ অভিলাষের
- রাঙামাটি শহরে আওয়ামীলীগের বিক্ষোভ