বান্দরবান
বান্দরবানে শিবচতুর্দশী পূজা পালন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছে শিবচতুর্দশী পূজা (শিব পূজা)। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পরিবারে বইতে থাকে আনন্দের বন্যা। সন্ধ্যা ৬টা থেকে মন্দিরে মন্দিরে ও বাড়িতে বাড়িতে শুরু হয় শিব ঠাকুরকে ¯œান করার উৎসব। বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রিয় দুর্গা মন্দিরে পুরোহিত শংকর চক্রবর্তীর পূজা পরিচালনায় ভক্তরা উপস্থিত হয়ে শিব পূজা করে।
এ সময় সনাতনী সম্প্রদায়ের নারী ও পুরুষেরা সারাদিন উপবাস রেখে শিবের মাথায় ফুল, বেল পাতা, দুধ, ডাবের পানি, মধু, গঁঙ্গা জল ঢেলে ব্রত পালন করে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, চতুর্দশীর এই দিনে উপবাস করে শিব ঠাকুরের পূজা করে কোনও ইচ্ছা প্রকাশ করলে তার ফল পাওয়া যায়। আর এই বিশ্বাস থেকে আদিকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই শিবচতুর্দ্দশী পূজা( শিব পূজা) করে আসছে।