
মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট বান্দরবানে স্থানীয় প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছে। আজ বুধবার দুপুরে তিনি পৃথকভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত এবং মতবিনিময় করেছে। বৈঠকে স্থানীয় নিরাপত্তা, উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং পার্বত্যবাসীর উন্নয়নে আরো নতুন প্রকল্প গ্রহণ নিয়ে কথা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এসময় অন্যদের মধ্যে ইউএসএইড বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিদুল আলম’সহ ইউএনডিপি, ইউএসএআইডি, প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট সাংবাদিকদের বলেন, এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দৃষ্টি কাড়ার মত। এখানের মানুষগুলোও খুবই শান্তিপ্রিয়। পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নের গৃহিত প্রকল্পগুলোর কাজও সন্তোষজনক। ইউএসএইড’র প্রকল্পগুলো বাস্তবায়নে সরকার এবং স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতা খুবই প্রশংসনীয়। আমরা বাংলাদেশ সরকারের কৃতজ্ঞ। এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা আরো কাজ করতে চাই। সরকার এবং স্থানীয় প্রশাসনের সহযোগীতায় নতুন নতুন আরো প্রকল্প বাস্তবায়নের ইচ্ছা রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে। ইউএসএইড বান্দরবানে কিছু উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করছে। এগুলো সরেজমিনে দেখাশোনার জন্য মূলত মার্কিন রাষ্ট্রদূতের বান্দরবান সফর। আমরা তাদের কাছে কিভাবে বান্দরবানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে সহযোগিতা চেয়েছি। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে মার্কিন রাষ্ট্রদূত সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নতুন আরো কিছু প্রকল্প গ্রহণের ইচ্ছা পোষণ করেছেন।
রাংগামাটিতে আমেরিকা রাস্ত্রদুত হাতে পাহারি চাকমা ছোট মেয়ে সৌরব ফুল প্রধান করে কিন্তু বান্দরবনে পাহারি নাম তো কোন সাড়াও পায়নি। সব জায়গা বাংগালি স্থান
Paharir jaigai akon bangali keno?
Bandorban jelai ki Marma alaka, naki Bengali alaka? Ami akjon Marma Bhikkhu hoye Marma gustider jonno onek lojja pai. Bandorbane bomang raja ki more gechen..? Bandorbane MP Bir Bahadur ki more gechen..? Bandorbane Marma gusti ki more gechen..? Chi chi amon je bolar jonno amar ar kono kotha baki nai..! Bortomane Marma gustira holo Bengali (Muslim) derke akhon baba kore dakte hoi, sudu ei matro noi, Marmara Bengaliderke naam kore dakabar ar kono baki nai. Chi chi ato lojja, sorom pachche amar. Marmara ato nichu jati bole ami kokkhono babini, babini Marmara ato nirbuddi, boka, chichi kototuku lojja pachche amar bole muk khule bolte pachche na…….!