নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার র কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নন্দ বংশ মহাথের (৭৩)। তারবাড়ী রোয়াংছড়ি উপজেলায়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, গলায় দড়ি লাগিয়ে বৌদ্ধ বিহার ভবনের ওপর থেকে লাফ দিয়ে ফাঁসরত অবস্থায় মারা গেছে। ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিহারের লোকজন পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভবনের সাথে ঝুলন্ত বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।