বান্দরবানে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ডি.এ মোঃ মাকসুদ চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, নারী নেত্রী রুপালী বড়–য়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিবর্গতরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। বেগম রোবেয়া নারী জাগরণের পথিকৃৎ। তার অদম্য ইচ্ছা শক্তি নিজেকে একজন সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং নারীকে ঘুণে ধরা সমাজ থেকে বেরিয়ে এসে আত্ম মর্যাদা নিয়ে নিজেদের মতো স্বাধীনভাবে বাঁচার পথ দেখিয়েছেন।