পুলিশি বাধায় বান্দরবানে বিএনপি নেতাকর্মীরা বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধিসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। বুধবার বান্দরবানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছে।
জেলা শহরের চৌধুরী মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে সাচিং প্রু জেরী গ্রুপের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বেরুতেই পুলিশি বাধার মুখে পড়ে। পরে মার্কেটের সামনে রাস্তায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির পৌরশাখা সাধারণ সম্পাদক নাছির চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোলতুল কবীর খান প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে বান্দরবান বাজারের দুই নাম্বার গলিতে পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে মাম্যাচিং বলেন, বিদ্যুৎ-গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। দ্রব্যমূল্যে উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার উর্ধ্বে চলে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সঙ্গে সরকার দায়ী। সরকারের ছত্রছায়ায় কিছু অসাধু ব্যবসায়ী মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে চলেছে।