
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বেসরকারী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবিতে বান্দরবানে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে জেলা প্রশাসক মো: আসলাম হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম এর কাছে স্মারকলিপির কপি জমা দেন।
এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, শ্রমিকদল নেতা নূরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাছির চৌধুরী, দৌলতুল কবির খান, যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে স্মারকলিপি দিতে যাওয়ার সময় জেলা প্রশাসকের গেইটে পুলিশি বাধাঁর সম্মুখিন হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বাধীন বিএনপির একাংশের নেতাকর্মীরা। তবে বাকবিতন্ডার পর একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলমের কাছে স্মারকলিপির কপি তুলে দেন।