বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় যুবদলনেতা মো: আসমত (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা শহরের পুরাতন রাজবাড়ি মাঠে সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, বিএনপি নেতা মংশৈম্রয়, স্বেচছাসেবক দলের যুগ্ন আহবায়ক চনুমং মারমা, কলেজ ছাত্রদলের সভাপতি ওমর বিন মোর্শেদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক টিমং মারমা প্রমুখ।
তারআগে বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় রাজবাড়ি মোড় থেকে পুলিশ যুবদলনেতা মো: আসমতকে গ্রেফতার করেছে। পরে পুলিশি বাধায় অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।