বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে বান্দরবানে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও জেলা মহিলা সংস্থা বান্দরবানের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন মহিলা সংস্থার সদস্যরা অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মীতা খীসা, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা সাচশৈ , নারী উদ্যোক্তা মনি আক্তার, রুপালী বড়–য়াসহ বান্দরবান জেলার বিভিন্ন নৃ-গোষ্টির নারী ও কন্যা শিশুরা ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের সাফল্যের কারণে বাল্য বিবাহ অনেকটাই বন্ধ হয়েছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ রোধ হচ্ছে অনেকটা। এসময় বক্তারা সকলকে শিক্ষায় সু-শিক্ষিত হওয়ার আবেদন জানান এবং নারীদের যে কোন সমস্যায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তা নেওয়ার আহবান জানান।