বান্দরবানে পৌরসভার কাউন্সিলর’সহ ৮ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় মঙ্গলবারের রিপোর্টে তারা পজিটিভ সনাক্ত হয়। এরা হলেন-বান্দরবান পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সদর থানা পুলিশের একজন কম্পিউটার অপারেটর, দুজনের পরচিয় নিশ্চিত হওয়া গেছে।
অন্যরা সদরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাড়ালো ৭১ জনে।
আক্রান্ত পুলিশ কনস্টেবল জানিয়েছেন, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। জ্বর, কাশি সব কমে গেছে। নমুনা দেয়ার আগ থেকে সরকারীভাবে একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইন আছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, মঙ্গলবারের রিপোর্ট পুরনো দুজন রোগীসহ দশ পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পৌর কাউন্সিলর’সহ ৮ জন নতুন আক্রান্ত। জেলায় আক্রান্ত মোট ৭১ জন।