বান্দরবানব্রেকিংলিড

বান্দরবানে পাশের হার ৭৩.২৮%,জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন

এবারো শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

বান্দরবানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)’র ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন শিক্ষার্থী। জেলায় পাশ করেছে ৩,১৩২ জন ছাত্রছাত্রী। পরীক্ষার্থী ছিলো ৪২৭৪ জন। জেলায় পাশের হার ৭৩.২৮%। তবে এবারও জিপিএ-৫ এ শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রোববার ঘোষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২৮ জন শিক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ১২১ জন। পাশের হার শতকরা ৯৪.৫৩%। জিপিএ ৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। যা জেলার বিদ্যাপীঠের মধ্যে এবারও শীর্ষে। তবে গতবারের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ ৫ দুটিই কমেছে।

জিপিএ-৫ এ দ্বিতীয় অবস্থানে রয়েছে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পরীক্ষায় অংশ নেয় ২০২ জন পরীক্ষার্থী, পাশ করেছে ১৭৫ জন।

জেলা সদরের অন্যান্য বিদ্যালয় গুলোর মধ্যে সরকারি বালিকা বিদ্যালয় থেকে অংশ নেয় ১৬৭ জন পরীক্ষার্থী পাশ করেছে ১৩১ জন । জিপিএ ৫ পেয়েছে ২ জন।

কালেক্টরেট স্কুল থেকে অংশ নেয় ৬৯ জন পরীক্ষার্থী পাশ করেছে ৫৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। আল ফারুক ইনিস্টিটিউট থেকে অংশ নেয় ৫২ জন পরীক্ষার্থী পাশ করেছে ৪০ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। ডনবস্কো উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ১১৪ জন পরীক্ষার্থী পাশ করেছে ৭৬ জন।

সাঙ্গু উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ১১৫ জন পরীক্ষার্থী পাশ করেছে ৭৭ জন। বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ৯৮ জন পরীক্ষার্থী পাশ করেছে ৭৪ জন। রেইচা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ৪০ জন পরীক্ষার্থী পাশ করেছে ২৭ জন। এদিকে সদরের বাইরে লামা উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ১০জন এর মধ্যে কোয়ান্টাম থেকে ৫ জন চাম্বি স্কুল থেকে ৩ জন লামা বালিকা বিদ্যালয় থেকে ১জন গজালিয়া স্কুল থেকে ১ জন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে পেয়েছে ১০ জন এর মধ্যে বাইশারী স্কুল থেকে ২ জন আমির মাহমুদ স্কুল থেকে ৬জন ছালেহ আহাম্মদ স্কুল থেকে ২ জন এবং আলিকদম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন।

ভালো ফলাফলে উচ্ছসিত বান্দরবান ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রেজাউল করিম বলেন, গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ও জিপিএ দুটিই কমেছে। সাইন্স থেকে ৮৮ জন পরীক্ষা দিয়েছে ৬ জন অকৃতকার্য হয়েছে সবাই সাইন্সের রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছে। ব্যবসায় শাখা থেকে ৪০ জন পরীক্ষা দিয়েছে ১ জন অকৃতকার্য হয়েছে। স্কুলের পরীক্ষায় তারা সবাই ভাল করলেও বোর্ড পরীক্ষায় শুধু মাত্র রসায়নেই কেন ৬ জন অকৃতকার্য হল বিষয়টি আমরা দেখছি।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =

Back to top button