
বান্দরবানে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে পুলিশ প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মু: আলী হোসেন, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলার চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর’সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।
এদিকে ডেঙ্গু রোগ প্রতিরোধে পুলিশের উদ্যোগে শহরে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার ৫নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় অতিথিসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তিন ঘন্টাব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার এবং বাড়ির পাশের বিভিন্ন ঝূঁিকপূর্ণ গাছের ডালপালা কেটে পরিষ্কার করা হয়।