বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রমণরোধে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে সকালে দশটায় বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জনসচেতনতামূলক প্রচারণা ও পথচারীদের মাস্ক বিতরণ কর্মসূচিটি শুরু হয়। বান্দরবান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে এ কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত। পরে মুক্তমঞ্চের সামনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহজাবিন হক, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্য আব্দুল্লাহ আল ফায়সাল, ভলান্টিয়ার মিলি প্রু মারমা, এএ প্রু মারমা ও অভি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের ভলান্টিয়ারা জানায়, বাংলাদেশ (ভিবিডি) জাগো ফাউন্ডেশন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি অলাভজনক নেটওয়ার্ক থেকে তরুণ ও যুবসমাজ স্বেচ্ছাসেবার মাধ্যমে সকলকে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে প্রত্যেকের মূল্যবোধের পরিবর্তনের জন্য তারা কাজ করছে। এরি ধারাবাহিকতায় সারাদেশে ৮টি বিভাগে ৩৫ হাজারেরও বেশি ভলান্টিয়ার নিয়ে দেশের সমস্যা-সম্ভাবনা, দুর্যোগ, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশ বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।