নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে কভিড-১৯ এর প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বান্দরবান পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘ত্রাণ বা আর্থিক সাহায্য বিতরণে সমন্বয় দরকার। সমন্বয়হীনতায় ঘুরে ফিরে একই ব্যক্তি সহযোগিতা পাচ্ছে। এতে বঞ্চিত হচ্ছে দরিদ্রদের অনেকে। তবে পর্যাপ্ত ত্রাণ মওজুদ রয়েছে সরকারের ফান্ডে। দলীয় পরিচয়কে গুরুত্ব দেয়া যাবে না। অনেক ওয়ার্ডে এমন অভিযোগ শোনা যাচ্ছে।’
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবি, জেলা অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর ইউএনও তৌসিফ আহমেদ, প্যানেল মেয়র সৌরভ দাস শেখর উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্র জানায়, কভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে পাঁচ হাজার ২১ জনকে জনপ্রতি ৫শ টাকা করে এবং চার হাজার ৬২১ জন’কে ভিজিএফ কার্ডে জনপ্রতি ৪৫০ টাকা করে দেয়া হয়েছে।