বান্দরবানে ট্রাক মালিক শ্রমিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বান্দরবান সদরের হোটেল হিলটনের কনফারেন্স রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ট্রাক মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে সভায় বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পূরবী মালিক সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পূর্বানী মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু, শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট ব্যবসায়ী উজ্বল কান্তি দাশ, পুরবী চেয়ার কোচ মালিক সমিতির যুগ্ন-সম্পাদক ও মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী, বান্দরবান জীপ কার মাইক্রোবাস মালিক সমিতির অর্থ সম্পাদক মো: হানিফ, জেলা শ্রমিক লীগের সভাপতি ও বান্দরবান জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানী, ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড এর সহ-সভাপতি আবুল কালাম মুন্না, বান্দরবান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান জীপ কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হারুন, বান্দরবান লোকাল ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুল, সমিতির সাংগঠনিক সম্পাদক হাজ্বী জামাল আবু নাছের, সমিতির নেতা নুর মুহাম্মদ কমিশনার, সমিতির নেতা মোঃ মিলন, মোঃ ইদ্রিস চৌধুরী, সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান সুজন, সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, ট্রাক মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বশির খাঁন, মোঃ ওসমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সভায় ট্রাক মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ বলেন, পার্বত্য জেলা বান্দরবান একটি পর্যটন জেলা। এই জেলার প্রতিটি আনাচে-কানাচে এখন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। পর্যটন জেলার উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের সকল মালিক ও শ্রমিকদের একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জেলার সৌন্দর্য্য বৃদ্ধি ও পর্যটন বিকাশে আমাদের সকলকে নিজ নিজ যানবাহন সুন্দরভাবে পাকিং করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ে সড়কে প্রবেশে যে কাউকে বাঁধা দিতে হবে।
তিনি বলেন, বান্দরবান একটি সুন্দর পর্যটন নগরী, এই শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের মালিক-শ্রমিক সবাইকে মিলে মিশে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। আপনারা যারা ট্রাক মালিক সমিতিতে আছেন, আপনারা আপনাদের চালক ভাইদের বলবেন তারা যাতে নিয়ম মেনে গাাড়ি চালায়। কারণ একটি র্দুঘটনা সারা জীবনের কান্নার কারণ। আসুন আমরা সাবধানে গাড়ি চালাই, জীবন ও সম্পদের রক্ষা করি। ট্রাক চালকরা যাতে বেপরোয়া ভাবে গাড়ি না চালায় সেই দিকেও আপনারা লক্ষ রাখবেন।
অমল কান্তি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করছে, এর ধারাবাহিকতা রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।