বান্দরবানের রুমা সড়কে বালু বোঝাই ট্রাক উল্টে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের রুমা উপজেলা সড়কের ওয়াইজংশন এলাকায় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তারপাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মংমং উ মারমা (৫০) নামে একজনের মৃত্যু হয়। সে ডলুঝিড়ি নিচের পাড়ার মংসানু মারমার ছেলে। এসময় আরো ৩ জন আহত হয়। তবে আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিক উল্লাহ বলেন, রুমা সড়কের ওয়াইজংশনে ট্রাক উল্টে একজন মারাগেছে। হতাহতরা সকলে ট্রাকের যাত্রী ছিল। ট্রাকটি বালু বোঝাই করে রুমা যাচ্ছিল।
Previous Articleআবার অজগর শহরে
Next Article প্রীতি ফুটবলে জয়ী কেপিএম কলাবাগান খেলোয়াড় সমিতি