নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানে ফ্যামেলি কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত টিসিবি পণ্যে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে বান্দরবান শহরের রাজারমাঠে সরকার ঘোষিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পৌর মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল উপস্থিত ছিলেন।
এদিকে নি¤œ ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি দীর্ঘ লাইন দেখা গেছে মধ্যবিত্ত পরিবারের মানুষের উপস্থিতিও। শুরুতে কিছুটা বিশৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি হলেও পুলিশের সহায়তায় লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। জেলায় মোট ৬৪হাজার ২৪১জন’কে দুই দফায় দেওয়া হবে টিসিবি পণ্য।
অপরদিকে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সামনে আসছে পবিত্র রমজান। এমন পরিস্থিতিতে বান্দরবানের সাত উপজেলাসহ দুটি পৌরসভায় নি¤œ আয়ের মানুষ প্রধানমন্ত্রীর ঘোষিত টিসিবি পণ্য পেয়ে খুশি। বাজার দরের চেয়ে স্বল্পমূল্যে পণ্য কিনতে পারায় তারা সরকারকে ধন্যবাদ জানান।
প্রশাসন সূত্র জানায়, টিসিবি মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করবে। প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকায় লিটারে নিতে পারবেন। এসব পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে বিতরণ হবে। ২০ মার্চ প্রথম দফায় ৩৮৫.৪ মে:টন এবং ২৭মার্চ দ্বিতীয় দফায় ৫১৩.৯২ মে:টন পণ্য দেওয়া হবে।