নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে রোয়াংছড়িতে আওয়ামীলীগ নেতা হত্যা মামলায় জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। জেএসএস নেতা চিংনু মং-কে(৪৫) শনিবার দুপুরে গ্রেফতার করা হয়। সে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার পাড়া গ্রামের মংমং মারমার পুত্র।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের উজানী পাড়ায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির এক নেতাকে গ্রেফতার করেছে। রোয়াংছড়ি আওয়ামীলীগ নেতা উথোয়াইনু মারমাকে গুলি করে হত্যা মামলায় এজাহারভূক্ত পাঁচ নাম্বার আসামি তিনি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোয়াংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ইনচার্জ মো. আব্দুর মান্নান জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি মামলার এজাহার ভুক্ত একজন আসামি। তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৩ শে নভেম্বর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য উথোয়াইনু মারমা (৪২)কে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা।