
বান্দরবানের কুহালং থেকে গুংগা জলি ত্রিপুরা ( ৪১) নামে এক যুবককে অপহরণ করা হয়েছে। চারদিন আগে অপহৃত আওয়ামীলীগ কর্মীরও কোনো খোজ মেলেনি। সোমবার সন্ধ্যায় অপহরণের বিষয়ে সদর থানায় অভিযোগ করেছেন অপহৃতের পরিবার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের এক নাম্বার রাবার বাগান এলাকায় নিজের বাসায় ফেরার পথে অস্ত্রধারীরা ত্রিপুরা যুবককে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত যুবকের নাম গুংগা জলি ত্রিপুরা ( ৪১)। সে স্থানীয় তিন নাম্বার রাবান বাগান এলাকার বাসিন্দার অর্ণজয় ত্রিপুরার পুত্র।
অপহৃত যুবকের বড় ভাই জগদীশ ত্রিপুরা বলেন, সকালে আমায় বাসায় আম দিয়ে মোটর সাইকেলে বাড়িতে ফেরার পথে নিখোজ হয়েছেন। রোববার সাড়ে এগারোটার সময় তার সঙ্গে মোবাইল ফোনে শেষবার কথা হয়েছিল। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় অভিযোগ করেছি।
অপরদিকে বৃহস্পতিবার মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে একিভাবে আওয়ামীলীগ কর্মী রুয়াল লুল থাং বম’কে অপহরণ করা হয়েছিল সদর ইউনিয়ন থেকে। অপহরণের চারদিন পরও তার খোজ মেলেনি।
অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশসহ যৌথবাহিনী সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, নিখোজদের উদ্ধারের চেষ্টা চলছে। যৌথ বাহিনী সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে।