
বান্দরবানে গরীব দু:স্থদের মাঝে ভিজিএফএর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডে ভিজিএফএ চাউল বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পৌর সচিব তৌহিদুল ইসলাম’সহ গন্যমান্য ব্যক্তিকর্গরা উপস্থিত ছিলেন। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, মুসলিম ধর্মের পবিত্র ঈদ’কে সামনে রেখে পৌরসভার নয়টি ওয়ার্ডের গরীব দু:স্থদের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে ৪ হাজার ৬শত ২১টি পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়। শুধু এখানে নয়, সরকারের পক্ষ থেকে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানেই দেয়া হচ্ছে।