নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কারাতে ফেডারেশনের আয়োজনে জেলাভিত্তিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বান্দরবান পুলিশ জেরীন আখতার।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুবু আলম, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মো: ইসলাম বেবী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি শাহাজাদা আলম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নয়না চৌধুরী, জেলা প্রশাসনের এনডিসি জাকির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে প্রশিক্ষণে জেলার সাতটি উপজেলা থেকে ২৩ জন তরুনীসহ ৩১ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে। জেলা জিমনেসিয়াম মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।