বান্দরবানে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত নারী হোসনে আরা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার নিউ গুলশান এলাকার বাসিন্দার হোসনে আরা বেগম (৬৫) শুক্রবার করোনা পজিটিভ শনাক্ত হন। আক্রান্ত রোগী কদিন ধরে বান্দরবান হাসপাতালের পার্শ্ববর্তী নার্সিং ইনস্টিটিউটের স্থাপিত করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে রেফার করা হয়। কিন্তু রোগীর পরিবার তাকে চট্টগ্রামে না নিয়ে বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। নিহতের নাম হোসনে আরা বেগম (৬৫)। এ নিয়ে বান্দরবান জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রæ মারমা জানান, করোনায় আক্রান্ত একজন বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে নেয়ার জন্য রেফার করা হয়েছিল। কিন্তু তারা চট্টগ্রামে না নিয়ে বান্দরবানই চিকিৎসায় আগ্রহ দেখান। চিকিৎসাধীন অবস্থায় বিকালে হাসপাতালে মারা গেছে।