বান্দরবানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার সকালে কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে , বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘোনা পাড়ার বাসিন্দার রহিম আলীর স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার হাসপাতালে মারা গেছেন। নিহত নারীী (৬৫) গত শনিবার (৬জুন) করোনা ভাইরাসে আক্রান্ত পজিটিভ সনাক্ত হয়। ঘুমধুমের পাশ^বর্তী কুতুপালং রোহিঙ্গা স্মরণার্থী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করেছিলেন তিনি। তার মত আরও ঘুমধুমের বাসিন্দার আরও ৪ জন রোহিঙ্গা স্মরণার্থী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করে পজিটিভ সনাক্ত হন। কিন্তু তারা বান্দরবান স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা না দেয়ায় তারা বান্দরবান স্বাস্থ্য বিভাগের আক্রান্তের তালিকাই নেই। কক্সবাজার জেলার করোনা আক্রান্তের তালিকায়ও। তবে কক্সবাজার পিসিআর ল্যাবের তালিকায় বান্দরবান জেলার রোগী হিসাবে তালিকাভূক্ত আছেন। এদিকে রশীদা বেগমের আগে বান্দরবান পৌরসভার বনরুপা পাড়ার বাসিন্দার টিএন্ডটি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসে। কিন্তু মৃত্যুর পর রিপোর্টে তার পজিটিভ সনাক্ত হন।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো: ছলিম জানান, করোনায় ঘুমধুমের একজন নারী মারা গেছে। ক’দিন আগে তিনি কক্সাবাজারের মাধ্যমে নমুনা পরীক্ষা করে সনাক্ত হয়েছিলেন। তাই বান্দরবান স্বাস্থ্য বিভাগের সনাক্ত রোগীর তালিকায় নাম নেই।
Breraking
- পদ্ম সেতু উদ্বোধনে রাঙামাটিতে শোভাযাত্রা
- নাশকতার অভিযোগে জামায়াতের চার নেতা আটক: মুচলেকায় ছেড়ে দিল পুলিশ
- রাজস্থলীতে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- কাপ্তাই থানা পুলিশের আনন্দ র্যালি
- পদ্মা সেতুর উদ্বোধনে লংগদুতে আনন্দ মিছিল
- লামায় কোয়ান্টাম কসমো স্কুলের আনন্দ র্যালি
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে লক্ষীছড়িতে বর্ণাঢ্য র্যালি
- বান্দরবানে মধুমাসের ফলে সয়লাব বাজার