বান্দরবানে নিষিদ্ধ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ যুবককে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বোনিয়া গ্রামের একটি ঘরে গত রোববার রাতে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক যুবকের নাম মোঃ শাহজাহান মিয়া (২৭)। সে স্থানীয় বাসিন্দার নূরুল কবীরের পুত্র। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটকের পর সোমবার সকালে তাকে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি অপ্পেলা রাজু নাহা জানান, বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে ইয়াবাসহ আটক করা হয়েছে। ইয়াবাসহ মাদক ব্যবসা বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।