বান্দরবান প্রতিনিধি
আধিপত্য বিস্তার ও এলাকা নিয়ন্ত্রণের জেরে বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আইন-শৃঙ্খলাবাহিনী সূত্র জানিয়েছে, বান্দরবান সদর উপজেলার টংকাবর্তী ইউনিয়নের চাকমা পুর্নবাসন পাড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গনতান্ত্রিক) কর্মী জলন্ত তঞ্চঙ্গ্যাকে (৩৫) গুলি করে হত্যা করে। জলন্ত তঞ্চঙ্গ্যার বাড়ি বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের তেংলুং পাড়ায়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মারমা জানান, ‘নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী জলন্ত তঞ্চঙ্গ্যা আত্মীয়ের বাড়ি থেকে মোটর-সাইকেলে ফেরার পথে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। পাহাড়ে আধিপত্য বিস্তারের জন্য টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে।’
স্থানীয় টংকাবর্তী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাঙইয়ং ম্রো বলেন, ‘একজনকে গুলি করে হত্যার বিষয়টি পাড়াবাসীরা জানিয়েছে। গোলাগুলির শব্দ শোনা গেছে টংকাবর্তীতে। তবে সন্ত্রাসী গোষ্ঠীরা কারা সেটি জানি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ‘টংকাবর্তীতে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। আধিপত্যের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’