বান্দরবানে পোশাক শ্রমিক’সহ আরও ৪ করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বুধবার নমুনা পরীক্ষায় তারা পজিটিভ সনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় নতুন করে আরও ৪ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তার মধ্যে জেলা শহরের কালাঘাটার ১৮ বছরের এক যুবক, লুম্বিনী পোষাক কারখানার ২৮ বছরের একজন শ্রমিক, রুমা উপজেলার পাইলট পাড়ার ১১ বছরের একজন শিশু এবং রোয়াংছড়ি আলেক্ষ্যং ইউনিয়নের ৫৩ বছরের একজন নারী।
খবর পেয়ে সনাক্ত রোগীদের সদর হাসপাতালের আইসোলেশনে আনার প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে জেলার সাতটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। এদের মধ্যে সদর হাসপাতালে আইসোলেশনে আছেন ৯ জন। সনাক্ত রোগীদের আইসোলেশনে আনা হবে বলেও জানিয়েছে প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, আজ নতুন করে ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। গত ২০ মে উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজারে পাঠানো হয়েছিল।