নাইক্ষ্যংছড়ির পর এবার পার্বত্য জেলা বান্দরবানের আরো দুই উপজেলায় আরো ৩ জনের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে বান্দরবান জেলা সিভিল সার্জন অফিস। আক্রান্তদের মধ্যে ১ জন লামার এবং অন্য দুইজন থানচি উপজেলার বলে জানা গেছে। এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলায় নারায়নগঞ্জ থেকে তাবলীগ করে আসা একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এনিয়ে এই জেলায় ৪ জন করোনা রোগি পাওয়া গেলো এ জেলায়। অথচ অন্য দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙামাটিতে এখনো কোন করোনা রোগি পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার সোনালী ব্যাংকের এক গার্ড পুলিশ এবং আরেকজন বড়মদক এলাকার বাসিন্দার মারমা সম্প্রদায়ের পুরুষ ।
অপরদিকে লামা উপজেলায় সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দার ৩২ বছর বয়সের এক নারী করোনা রোগে আক্রান্ত হয়েছে। এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তাবলীগ ফেরত একজন পুরুষের করোনা আক্রান্ত প্রজেটিভ হয়।
প্রসঙ্গত, বান্দরবানে হোম কোয়ারেন্টাইনে আছে ৩৮৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ২৩ জন এবং আইসোলেশনে আছে ৩ জন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, বান্দরবানে নতুন আরও ৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। চট্টগ্রামে টেস্টে সনাক্ত হওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়িতে আগে আরেকজন করোনা প্রজেটিভ সনাক্ত হয়।
এ নিয়ে বান্দরবান জেলায় ৩ জন পুরুষ এবং ১ জন নারী করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হলো।