
বান্দরবানের বনরূপা পাড়ায় আগুনে ৫টি বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদরের বনরুপা পাড়া এলাকায় আওয়ামীলীগ নেতা মানস দাসের ভাড়া বাসার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে লেলিহান শিখায় পুড়ে গেছে ৫টি বসতবাড়ি।
এছাড়াও আশপাশের আরো কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা ছাড়িয়ে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী ইউনিট অফিসার ইকবাল হোসেন জানান, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়ে এ দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্ঠায় আগুনে নিয়ন্ত্রনে আনা হয়েছে।