বান্দরবানের বালাঘাটায় ৭টি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের বালাঘাটা বাজারে ফার্নিচারের দোকানের চুুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুন মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ৫টি ফার্নিচারের দোকান, ১টি টেইলার্স এবং ১টি রেস্টুরেন্টের দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী ইউনিট অফিসার তপন দাস জানান, ফার্নিচারের দোকানের চুলার আগুনের কয়লা থেকে অগ্নিকান্ডের দুর্ঘটনাটি ঘটেছে। আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।