বান্দরবানে মুচিদের মার্কেট আগুনে পুড়ে গেছে। সোমবার দিবাগতরাতে এ ঘটনা ঘটে।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা শহরের পুরাতন ডিসি অফিসের সামনে ফুটপাতে নির্মিত মুচি মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে চায়ের দোকানসহ মুচি মার্কেটের সবগুলো দোকান। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০টি মুচির দোকান এবং দুটি খাবারের দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরিদর্শনকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, পর্যটন শহরের সৌন্দর্যবর্ধনে মুচি মার্কেটটি অন্যত্র সরানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মুচিদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দিয়ে অন্যত্র পুনর্বাসন করা হবে।
1 Comment
আগুন ধরল কিভাবে??