
বান্দরবানে অস্ত্রসহ বাঘাইছড়ি সন্ত্রাসী হামলায় জড়িত রনজিত চাকমা (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের রাবার এলাকার একটি জুমঘর থেকে বাঘাইছড়ি সন্ত্রাসী হামলায় জড়িত এক সন্ত্রাসীকে অস্ত্রসহ সেনাবাহিনী আটক করেছে। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক সন্ত্রাসীর নাম রনজিত চাকমা (৩৫)। পিতার নাম সনজিত শান্তি চাকমা। তার বাড়ি পানছড়ি এলাকায়। এসময় তার কাছ থেকে ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে