বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাজারের ব্যবসায়ীদের মাঝে পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, অসচেতনতার কারণেই বান্দরবান বাজারে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীদের সচেতন হতে হবে ও সতর্ক থাকতে হবে। অসচেতনতার কারণে একজনের জন্য ১৩ জনের ক্ষতি হয়েছে। মন্ত্রী বান্দরবান ফায়ার সার্ভিসকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।