নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। পরে জেলার এগারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহনে পর্যটন দিবসের একটি বর্ণাঢ্য রোড’শো বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এছাড়াও আয়োজন করা হয় মাউন্টেইন সাইকেল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৩০ জন সাইকেলিস্ট অংশ নেন।
পরে মুক্তমঞ্চে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। আয়োজক কমিটির সভাপতি ম্রো লেখক গবেষক সিইয়ং ম্রো’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেহ হক বাহাদুর প্রমুখ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা বলেন, ‘পাহাড়ের অর্থনৈতিক চাকা সচল রাখে পর্যটন শিল্প। পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রামে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ১০ দিন বান্দরবান জেলার সবগুলো আবাসিক হোটেল-মোটেলে ছাড় ঘোষণা করা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগেও পর্যটন দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে করোনাভাইরাসের প্রভাবে দৗর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হলেও পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের কোনো ভীড় নেই। অনেকটায় ফাঁকা দর্শনীয় স্থানগুলো। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, বন্ধ থাকার চেয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ঘরবন্দি থাকা মানুষগুলো বেড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে। কর্মহীন মানুষগুলো পর্যটন শিল্প খুলে দেয়ায় কর্মসংস্থানের আবারও সুযোগ পেয়েছে। আগামী মাস থেকে পর্যটকদের আগমন বাড়বে প্রত্যাশা ব্যবসায়ীদের।