
বান্দরবানের রোয়াংছড়িতে সন্দেহজনক আচরণের অভিযোগে ৩ যুবক’কে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্থান্তর করেছে সেনাবাহিনী। আটকৃতরা হলেন- ঢাকার সাভারের বাসিন্দার মাহবুবুর রহমান (৩৭), খুলনা সদরের শাহ মাইনুল ইসলাম (৩৫) এবং পাবনা নাজিরপুর গ্রামের মো. আরিফ হোসেন (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, সন্দেহ জনক ঘোরাফেরার সময় এই ৩ যুবককে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াব্রাইন পাড়া থেকে সোমবার দুপুরে আটক করেছিল সেনাবাহিনীর পেট্টোল টিম। সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পুলিশের কাছে হস্থান্তর করেছে।
পুলিশের কাছে তারা জানিয়েছে, গত কয়েকদিন আগে তারা চট্টগ্রামের পটিয়া দিয়ে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পথে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পৌঁছেছে। দূর্গম এই পাহাড়ী জনপদে দেশের ক্রান্তিকালে তারা কেন এসেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।