করোনাভাইরাস আপডেটবান্দরবানব্রেকিংলিড
বান্দরবানের রুমা-থানচি ও সদরে ৩ জনের করোনা শনাক্ত
জেলায় মোট শনাক্ত ৩১

বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কর্মচারী’সহ নতুন ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার নমুনা পরীক্ষায় তারা সনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় বান্দরবানে নতুন করে ৩ জন করোরা পজিটিভ সনাক্ত হয়েছে। এরা হলেন-সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন সদরের ১ জন, রুমা উপজেলার হাতিমাথা পাড়ার ১ জন এবং থানচি উপজেলা এলজিইডি অফিসের ১ জন কর্মচারী। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে।
এদিকে নতুন সনাক্ত রোগীদের সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে খোলা করোনা ইউনিটে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, শনিবারের কক্সবাজার ল্যাবের রিপোর্টে নতুন করে ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সদর, থানচি এবং রুমায়।