বান্দরবানের ডিসি’র করোনা শনাক্ত !
বেসরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসকও আক্রান্ত

বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম’সহ ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় বৃহস্পতিবার ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হলেন-জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) মো: কামরুল।
এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৭৮ জ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই জনগনের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক মহোদয়। সরকারী বিভিন্ন সাহায্য সহযোগীতা জনগনের দৌড় গোড়ায় পৌছে দিতে নিরলস ভাবে কষ্ট করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন স্যার। আক্রান্তরা সবাই সুস্থ হয়ে উঠবেন আল্লাহর রহমতে।
প্রসঙ্গত, এর আগে বান্দরবানে করোনা আক্রান্ত হয়েছেন জেলার ১৯৯১ থেকে বর্তমান সময় পর্যন্ত টানা নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।