বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনাপাড়া সীমান্তে গুলি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অাশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়েছে। অাতঙ্ক দেখা দিয়েছে রোহিঙ্গাসহ সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। গুলি বর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
নাম প্রকাশে অনিশ্চুক এক বিজিবি কর্মকর্তা জানান, কাটাতারের বেড়া পেরিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির এক সদস্য নোম্যান্স ল্যান্ডের অাশ্রয় ক্যাম্পে চলে অাসে। রোহিঙ্গারা তাকে তাড়া করে। এসময় রোহিঙ্গাদের সঙ্গে সীমান্তরক্ষীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে গুলি ছুড়ে মিয়ানমার বাহিনী। অাতঙ্কে রোহিঙ্গারা ছুটাছুটি করছে। কিন্তু রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেনি। সীমান্তে সতর্কবস্থায় রয়েছে বিজিবি। সীমান্তের ওপারে ঝামেলা হচ্ছে।