রাঙামাটি পৌরসভার বাজেট পেশ অনুষ্ঠানে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেছেন, পৌরসভার নিজস্ব আয় বাড়ানোর জন্য এবং বনরূপা কাচা বাজারের উপর চাপ কামানোর লক্ষ্যে কোর্ট বিল্ডিং এলাকায় উন্নয়ন বোর্ডের নির্ধারিত বাজারে কিচেন মার্কেট কারার জন্য এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এ ব্যপারে উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা চলছে, এছাড়া ভেদভেদি ও কলেজগেইটে কিচেন মার্কেট করার পরিকল্পনা আছে আর তবলছড়ি কাঁচা বাজারে দ্বিতল মার্কেট করা হবে।
মেয়র আরো বলেন, শহরের অনেক ড্রেন দখল হয়ে গেছে, সেগুলোও উদ্ধার করে কাজ করা হবে। সকল ফুটপাত নতুন করে করা হবে, এর জন্য প্রকল্প অনুমোদন হয়ে আছে, বর্ষা মৌসুম শেষে কাজ শুরু হবে।
প্রবীনদের জন্য বাজেটে কিছু নেই এমন অভিযোগের প্রেক্ষিতে মেয়র বলেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের কিছু নির্দেশনা থাকে, এর বাহিরে যাবার সুযোগ থাকেনা, তারপরও আমি চেষ্টা করবো প্রবীন পার্ক করা যায় কিনা।
অনেকটা ক্ষোভের সাথেই মেয়র বলেন, দেশের অন্যান্য পৌরসভার মত আমরা স্বাধীনভাবে কাজ করতে পারিনা, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, আরো অন্যান্য প্রতিষ্ঠান আমাদের কাজে বাঁধা হয়ে দাড়ায়, এগুলো সমাধানের জন্য তিনি পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেন। প্রয়োজনে গোলটেবিল বৈঠক করে যার যার কর্মক্ষেত্র নির্ধারনের আহবান জানান।
‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাজেটে কোন বরাদ্দ নেই’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্যোগ সব সময় হয়না, তাই এক্ষেত্রে আমরা মন্ত্রনালয়ের ওপর নির্ভরশীল হতে চাই।
শহরের বিলবোর্ড থেকে আয় পরিহার করা ও অপসারণ করা হবে কিনা জানতে চাইলে মেয়র বলেন, আমার আগের মেয়র এগুলো দিয়ে গেছেন, তবে আমি তাদের নোটিশ দিয়েছি, তারা অপসারণের জন্য সময় চেয়েছে, দিয়েছি, আশা করি তারা এইসব বিলবোর্ড নামিয়ে ফেলবেন, আর তারা না সরালে আমরা ব্যবস্থা নিব।
রাঙামাটিকে নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে প্রশিক্ষনের ব্যবস্থা করার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান মেয়র।
1 Comment
অন্তত, পৌর এলাকাটি জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রন মুক্ত হওয়া দরকার। উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ পৌরসভার সহায়ক ভূমিকায় থাকবে।