চালক সজিব হত্যাসহ খাগড়াছড়িতে তিন বাঙ্গালী অপহরনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পার্বত্য নাগরিক পরিষদসহ বাঙ্গালী সংগঠনগুলো। মঙ্গলবার প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচী পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবানের জেলা অাহবায়ক অাতিকুর রহমান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সমন্বয়ক মিজানুর রহমান, ছাত্র নেতা হোসনে মোবারক ও সফিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদের অাহবায়ক অাতিকুর রহমান বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্যাঞ্চলের অস্ত্রধারী সংগঠন জেএসএস এবং ইউপিডিএফ সহ অাঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি। এ অঞ্চলের পাহাড়ী বাঙ্গালী সকলের রক্তই পবিত্র। তবে কিছু সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে আজ পাহাড়ের মানুষ অশান্তিতে রয়েছে। অনতিবিলম্বে খাগড়াছড়িতে অপহৃত তিন বাঙ্গালীর মুক্তি এবং সজীব হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।