রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ৮৬১টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত সোমবার এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন- ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ রফিকুল আলম গাজি, মংউচিং মারমা, উইখ্যাইমং মারমা, মহিলা সদস্যা মাথুই মারমা, সালমা আকতার প্রমুখ।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে প্রতিটি ঘরে ভি জি এফ কার্ড এর মাধ্যমে চাল বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। এসময় এ চেয়ারম্যান বাঙ্গালহালিয়াবাসীর সকল সমস্যা সমাধানের চেষ্টায় কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।