রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলা চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের (মিশন হাসপাতাল) উদ্যোগে কভিড-১৯ মহামারীতে গৃহীত কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাসপাতালের ‘কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’ এই সভার আয়োজন করে।
অবহিতকরণ সভায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঞোঅং মারমা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেডম্যান মংচিং মারমা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম, রফিক আহমদ, সংরক্ষিণ নারী সদস্য সালমা আক্তার প্রমুখ।
সভায় ডা. প্রবীর খিয়াং বলেন, বর্তমান কভিড-১৯ মহামারী আকার ধারণ করছে তাই সকলকে সচেতন হতে হবে। সবাইকে ভ্যাকসিন গ্রহন নিতে হবে। ইতিপূর্বে ভ্যাকসিন নিতে মানুষ অনীহা প্রকাশ করতো। বাস্তবচিত্রে দেখা যায়, টিকা নিতে মানুষ প্রতিদিন হাসপাতালে ভীড় জমান। তিনি বলেন, রাজস্থলী উপজেলায় যেন সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসাসেবা পায়; আমাদের সেদিকে সব সময় নজর থাকবে।