
সোমবার সকালে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সড়কে ঝটিকা অভিযান চালিয়ে আবারো ১১ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা রুজু করেছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইনে মামলাকৃত যানবাহনের মধ্যে ৮টি মোটরসাইকেল, ৩টি সিএনজি মোট ১১টি যানবাহন রয়েছে বলে ট্রাফিক বিভাগ নিশ্চিত করেছেন। বাংলাদেশ পুলিশের বিশেষ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এই অভিযান চলতি সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ট্রাফিক বিভাগের টি আই তারক চন্দ্র পাল, কনস্টেবল গৌতম রায়, এটি এস আই আকতার হোসেন,
কাপ্তাই ট্রাফিক বিভাগের টি আই তারক চন্দ্র পাল জানান, বাংলাদেশ পুলিশের ট্রাফিক সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে ২য় দিনের অভিযানে বাঙ্গালহালিয়ায় ফিটনেস বিহিন গাড়ী এবং লাইসেন্স বিহিন গাড়ী চালানো, অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ী চালানোর অপরাধে মোটরসাইকেল ও সিএনজি’র বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা এবং জরিমানা করা হয়, সপ্তাহ জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে এদিকে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সকল চালকদের ট্রাফিক আইন মেনা চলা,বৈধ কাগজ পত্র সাথে রাখা সহ বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার জন্য পরামর্শ প্রদান করেছেন তিনি।