রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গাহালিয়ার আপ্রুং মেম্বারের পাড়ায় খেয়্যানুচিং মারমা (৩০) নামে এক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশে একটি চিরকুট লেখা ছিল। নিহত খেয়্যানুচিং মারমা এলাকার সেনা সদস্য মঞ্জু তঞ্চঙ্গ্যার স্ত্রী। তার একটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে। নিহত খেয়্যানুচিং ব্যাংক এশিয়া বাঙ্গালহালিয়া শাখায় চাকুরি করেন।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘরে নিহত খেয়্যানুচিং একাই থাকতো।