বাঘাইছড়ি প্রতিনিধি ॥
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে বাঘাইছড়ি ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে জমকালো আয়োজনে বাঘাইছড়ি ফুটবল একাডেমির উদ্বোধন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জমির হোসেন, প্রেসক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. সিরাজুল ইসলাম, বাঘাইছড়ি ফুটবল একাডেমির সভাপতি মোক্তার হোসেন সোহেল, একাডেমির সাধারণ সম্পাদক রানা চাকমা।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়। দুর্গম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলোয়াড়দের একাডেমির মাধ্যমে সুযোগ করে দিতে এই একাডেমির উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।