আনোয়ার হোসেন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার তৃতীয় পৌর পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার সকাল দশটায় বাঘাইছড়ি পৌরসভা প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঘাইছড়ি পৌর প্রশাসক রোমানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি দানবীর চাকমা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, সাবেক পৌর প্রশাসক ও উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা এ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পৌর পরিষদের পক্ষ থেকে পৌর কর্মকর্তা কর্মচারী এবং প্রেস ক্লাব বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষক সমিতির পক্ষ থেকে নির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করে নেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রোমানা আক্তার অফিসিয়াল কাজে ঢাকায় থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করেন।
বক্তারা বলেন, নবনির্বাচিত মেয়র তৃতীয় পরিষদের দায়িত্ব গ্রহণ করছেন অনেক বড় ঋণের বোঝা নিয়ে। পৌরসভার বয়স ১৮ বছর এই ১৮ বছরে একটা শিশু যুবক হয় কিন্তু দুঃখের বিষয় বাঘাইছড়ি পৌরসভা এখনো শিশুই রয়ে গেল। বর্তমান নবনির্বাচিত মেয়র অনেক সাহসী এবং এনার্জিটিক তাই আশাকরি তিনি এই ভঙ্গুর পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির উন্নতি করতে পারবেন। এজন্য সকলকে পৌর কর দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।
নবনির্বাচিত মেয়র জমির হোসেন বলেন, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনাদেরকে সাথে নিয়ে যথাযথ পালন করার চেষ্টা করবো। আপনাদেরকে পাশে নিয়ে আধুনিক ও নান্দনিক পৌরসভা গঠনের লক্ষে কাজ করে যাবো। আমাদের মাস্টার প্লান অনুযায়ী পৌরসভাকে ৩য় শ্রেণির থেকে ২য় শ্রেণিতে উন্নতি করতে হলে সবার আগে আমাকে আপনারা যারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন সকলের সহযোগিতা প্রয়োজন। এবং তিনি উপস্থিত সকলকে এই বাঘাইছড়ি পৌরসভার জায়গা নির্ধারণ ও ভবন নির্মাণসহ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৫ জুন বাঘাইছড়ি পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বিপুল ভোটে নৌকা প্রতিক নিয়ে জমির হোসেন মেয়র নির্বাচিত হন। এ ছাড়াও কাউন্সিলর যথাক্রমে আমেনা বেগম, জান্নাতুল ফেরদৌস, চঞ্চলা চাকমা, মো. হাফেজ আহাম্মদ, মো. জয়নাল আবেদীন বুলু, মো. বাহার উদ্দিন সরকার, মো. নূর আলম, ত্রিদিব দাশ, মো. ইউছুপ নবী, মোঃ পারভেজ, রুবেল চাকমা ও মিঠেল চাকমা নির্বাচিত হন।
গত ১৭ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নিকট শপথ গ্রহণ শেষে রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নতুন পরিষদ।