রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের ভেটেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়(সিভাসু) থেকে আরো আসা ৪ জনের রিপোর্টে ৩ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, এনিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ১৫৮ জনে। নতুন শনাক্ত ৩ জনই বাঘাইছড়ি উপজেলার কৃষি ব্যাংকে কর্মরত বলেই মনে করা হচ্ছে।
এনিয়ে রাঙামাটি জেলায় করোনা শনাক্ত হলো মোট ১৫৮ জন। জেলার একমাত্র বরকল ছাড়া প্রতিটি উপজেলাতেই থাবা ফেলেছে বিশ্বজুড়ে মরনব্যাধি হয়ে উঠা এই রোগ।